Railway Police

Railway Police District, Chattogram

Message from SP, Railway Police District,Chattogram

পিআরবি প্রবিধান ৫৫০ এ উল্লেখিত এখতিয়ারাধীন এলাকায় পিআরবি ৫৫১ মোতাবেক রেলওয়ে পুলিশ দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে। আওতাধীন অধিক্ষেত্র চট্টগ্রাম,কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর জেলা হতে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচালকারী ট্রেনের মাধ্যমে ভ্রমণকারী যাত্রীদের জান, মাল রক্ষাসহ নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ। রেলপথে মাদকদ্রব্য চোরাচালান পরিবহন বন্ধকরণ, নাশকতা সৃষ্টিকারীদের বিরদ্ধে ব্যবস্থা গ্রহণে রেলওয়ে পুলিশ সদা তৎপর থাকে। রেলওয়ে পুলিশের পেশাদারিত্বের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গোয়েন্দাকার্যক্রম পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণ। মাদকদ্রব্য পরিবহনকারী ও টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করে কার্যক্রম পরিচালনা। রেলওয়ে পরিসেবার মান উন্নয়নের লক্ষ্যে রেলপ্রশাসনসহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথ সমন্বয় সাধন করে রেলওয়ে পরিবহণকে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য বাহনে পরিণত করা হচ্ছে। 

image